নির্বাচন নিয়ে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে: আমীর খসরু
ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে একটি মোটামুটি অবস্থান তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রবিবার সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স (সিডিএ) ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এটা তো স্বস্তির ব্যাপার। সবাই জানে, আমরা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি। সে জন্য নির্বাচনের মোটামুটি দিনক্ষণ নির্ধারিত হওয়ায় সবার মধ্যে স্বস্তি এসেছে।’
এর আগে সিডিএ জ্যাকবসন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আমীর খসরু জানান, বৈঠকে দুই দেশের মধ্যকার স্বাভাবিক সম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশের পণ্যের ওপর আরোপিত উচ্চ ট্যারিফ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘ট্যারিফের ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আমাদের মতামত জানতে চাওয়া হয়েছে। আমরা এ ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করে একটা সমাধান খোঁজা দরকার। কারণ বাংলাদেশের পণ্যের ট্যারিফ যদি উচ্চমূল্য বাড়িয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ ও বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
নির্বাচন প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘স্বাভাবিকভাবে নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। তারা বিএনপির প্রস্তুতি ও অবস্থান জানতে চেয়েছেন, আমরাও সে বিষয়ে জানিয়েছি।’
তিনি আরও বলেন, ‘লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়টিও আলোচনায় এসেছে। তারা বৈঠকটির গুরুত্ব অনুধাবন করেছে। ওই মিটিংয়ের ফলে দেশে স্বস্তি এসেছে এবং নির্বাচনমুখী একটি পরিবেশ তৈরি হয়েছে।’