পার্থ মজুমদারের কাছে ক্ষমা চাইলেন গজলশিল্পী মেজবাহ

বিনোদন প্রতিবেদক
২২ জুন ২০২৫, ১৬:৪১
শেয়ার :
পার্থ মজুমদারের কাছে ক্ষমা চাইলেন গজলশিল্পী মেজবাহ

জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ মজুমদার ও তার ভাই বাপ্পা মজুমদারকে হুমকি দিয়েছিলেন গজলশিল্পী মেজবাহ আহমেদ। এ কথা জানিয়েছিলেন পার্থ মজুমদার তার ফেসবুক পোস্টে। মুহূর্তের মধ্যেই এই সংবাদ ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংগীতশিল্পীরা। অনেকেই আবার মেজবাহ আহমেদের এমন আচরণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।

পরবর্তীতে গজলশিল্পী মেজবাহ আহমেদের নিকটজনের মধ্য থেকে কয়েকজন বিষয়টি মিমাংসা করতে চেয়েছিলেন। গতকাল রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ডাকা হয় মেজবাহকে। তবে ওদিন তিনি আসেননি। কিন্তু গতকাল শনিবার পার্থ মজুমদারের ম্যাসেঞ্চারে একটি অডিও বার্তা পাঠিয়ে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন মেজবাহ আহমেদ।

এ প্রসঙ্গে পার্থ মজুমদার বলেন, ‘মেজবা আহমেদ আমার কাছে ক্ষমা চেয়েছেন, ঠিক যে ভাষায় একজন মানুষ অপরাধ করলে ক্ষমা চায়। তিনি ক্ষমা চেয়ে আমার ম্যাসেঞ্জারে একটি অডিওবার্তা পাঠিছেন। আমিও তাকে মনে মনে ক্ষমা করে দিয়েছি। কিন্তু তার ম্যাসেঞ্জারে আমি কোনো জবাব দেইনি।’

জানা গেছে, মেজবাহ আহমেদের পাঠানো অডিও বার্তায় বলা হয়েছে, ‘দাদা, যেকোনোভাবেই হোক একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। একটা অন্যায় হয়ে গেছে। আপনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। আমি মনে করি, আপনি আমাদের সংগীতাঙ্গনের অসাধারণ শিল্পী, অসাধারণ মানুষও। আমি নিজেও খুব দুঃখিত, খুব আত্মগ্লানিতে ভুগছি। পল্লবদা, ছোট ভাই রাজীব, আমার বন্ধু সুমন (আসিফ)- ওরা সবাই আমাকে জানিয়েছে। আমি আপনার ফেসবুক পোস্ট দেখেছি। ওরা স্ক্রিনশট পাঠিয়েছে। আপনি মনে কিছু রাইখেন না, এটা সত্যিই আমার অন্যায় হয়ে গেছে।’