বাস-পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ২

ফুলপুর প্রতিনিধি
২২ জুন ২০২৫, ১৫:৪৬
শেয়ার :
বাস-পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহের তারাকান্দায় বাস, পিকআপ, হ্যান্ডট্রলি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের তারাকান্দা উপজেলার কাকনীর বাগুন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর থেকে ঢাকাগামী ড্রিমল্যান্ড পরিবহনের একটি যাত্রাবাহী বাস তারাকান্দার বাগুন্দা নামক স্থানে পৌঁছালে সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে অটোরিকশা ও সিএনজিকে চাপা দেয়। পরে আরও ১টি সিএনজি, হ্যান্ডট্রলি ও পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়।

 দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজিটি রাস্তার পাশে ছিটকে পড়ে চুরমার হয়ে যায়। পিকআপটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ, সেনাবাহিনী ও দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ সময় ময়মনসিংহ-হালুয়াঘাট ও শেরপুর সড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. লুৎফর রহমান বলেন, ‘যাত্রীবাহী ড্রিমল্যান্ড পরিবহনের বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বাগুন্দা এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আরেকটি অটোরিকশা, কাভার্ডভ্যান ও হ্যান্ডট্রলির সঙ্গেও সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।’

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।’