প্রদর্শনীতে অসৌজন্যমূলক আচরণ, বাচসাস’র অভিযোগে যা বলল চরকি-ডোপ
সম্প্রতি রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে অতিথি হিসেবে বিভিন্ন গণমাধ্যমের বিনোদন সাংবাদিকরা আমন্ত্রিত ছিলেন। তবে প্রদর্শনীতে হাজির হওয়া সত্ত্বেও সাংবাদিকদের জন্য হলের আসন বরাদ্দ না থাকায় অনেকেই অপমানিত হয়ে ফিরে যান।
এ ঘটনাকে ‘সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ’ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। এবার বাচসাস’র নিন্দা ও প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান চরকি ও ডোপ প্রোডাকশনস তাদের বক্তব্য তুলে ধরেছে।
আজ রবিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রযোজনা প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে বলা হয়, ‘গত ২০ জুন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) প্যাডে “চরকির অসৌজন্যমূলক আচরণে বাচসাস-এর নিন্দা ও প্রতিবাদ” শিরোনামে একটি লেখা চোখে পড়ে ওটিটি প্ল্যাটফর্ম চরকি টিম ও প্রযোজনা প্রতিষ্ঠান ডোপ প্রোডাকশনস প্রাইভেট লিমিটেডের। কিছু সংবাদও নজরে আসে কর্তৃপক্ষদ্বয়ের। তবে এ বিষয়ে বাচসাস থেকে আনুষ্ঠানিক কোনো চিঠি বা ই-মেইল পায়নি প্রতিষ্ঠান দুটি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বিবৃতিতে আরও বলা হয়, ‘সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া বাচসাস-এর চিঠিতে লক্ষ্য করা যায়, উৎসব সিনেমার মূল প্রযোজনা প্রতিষ্ঠান “ডোপ প্রোডাকশনস”র নাম ব্যবহার করা হয়নি। শুধু সহ-প্রযোজক চরকির নাম উল্লেখ করা হয়েছে, যা আপাতদৃষ্টিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধু একটি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করা ও দায় চাপানোর অভিপ্রায় বলে মনে হলেও, চরকি ও ডোপ এটিকে মিস-কমিউনিকেশন বা কমিউনিকেশন গ্যাপ বলে বিশ্বাস করতে চায়। কারণ উৎসব সিনেমার ঘোষণা থেকেই সাংবাদিক বন্ধুরা আন্তরিকভাবে সিনেমাটির প্রচারণায় সাহায্য করেছে, সেজন্য আমরা অনুপ্রাণিত ও কৃতজ্ঞ। এজন্য নানান সময় তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছি আমরা।’
ডোপ ও চরকির পক্ষ থেকে সেদিনের ঘটনা ব্যাখ্যা করে বিবৃতিতে বলা হয়, ‘গত ১৮ জুন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় “উৎসব” সিনেমার বিশেষ প্রদর্শনী। আয়োজনের প্রস্তুতি ঠিক থাকলেও দর্শকপ্রিয়তা থাকায় সিনেমাটি নিয়ে অনেকের আগ্রহ ছিল। তাই অতিথি উপস্থিতিও ছিল বেশি এবং অতিথিদের সাথে সহ-অতিথি হিসেবেও অনেক সন্মানিত ব্যক্তিবর্গ এসেছিলেন আমাদের অনুপ্রাণিত করার জন্য। প্রেক্ষাগৃহের ভেতরে যখন অতিথিরা আনুষ্ঠানিক বক্তব্য দিচ্ছিলেন তৎক্ষণাৎ আসনগুলো দ্রুতই পূর্ণ হয়ে যাচ্ছিল। সেসময় সাংবাদিক বন্ধুদের পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন চলচ্চিত্রের মূল শিল্পীরাও। একপর্যায়ে অতিথিদের বক্তব্য শেষ না হতেই কিছু সাংবাদিক বন্ধু তাদের সহকর্মীদের (ভিডিও জার্নালিস্ট এবং অন্য সাংবাদিক) চলে আসতে বলেন। যদিও তখনও সবার জন্য আসন ব্যবস্থাপনার কাজ চলছিল। সিনেমা সংশ্লিষ্টরা নিজেদের আসন ছেড়ে জায়গা করে দিচ্ছিলেন অতিথি এবং আমন্ত্রিত সাংবাদিকদের। হলের বাইরে চলে আসা সাংবাদিক বন্ধুরা এবং আসন ছেড়ে দেওয়া সিনেমা-সংশ্লিষ্ট অতিথিরা যেন সিনেমাটি দেখতে পারেন, সেজন্য ডোপ ও চরকি কর্তৃপক্ষ আগে থেকেই সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কাছ থেকে আরও একটি প্রেক্ষাগৃহ বরাদ্দ করার চেষ্টা করে আসছিল। কিন্তু প্রেক্ষাগৃহের অপ্রতুলতায় সেটা সম্ভব হয়নি। এ কারণে অনুষ্ঠানস্থলেই প্রযোজনা প্রতিষ্ঠান ডোপ প্রোডাকশনস এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রতিনিধি সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ করেন, অনিয়ন্ত্রিত পরিস্থিতি তৈরি হওয়ার দায় স্বীকার করেন, এমনকি পরবর্তীতে আমন্ত্রিত সাংবাদিক বন্ধুদের নিয়ে আরেকটি শো আয়োজনেরও প্রতিশ্রুতি দেন।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
পরদিন ১৯ জুন এ ঘটনায় দুঃখপ্রকাশ করে সাংবাদিকদের একটি বার্তা পাঠানোর বিষয় উল্লেখ করে ডোপ ও চরকির বিবৃতিতে বলা হয়, ‘অনাকাঙ্খিত এ পরিস্থিতির কারণে ডোপ প্রোডাকশনস ও চরকি থেকে দুইবার দুঃখপ্রকাশ করার পরেও চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন থেকে “চরকির অসৌজন্যমূলক আচরণে বাচসাস-এর নিন্দা ও প্রতিবাদ” শিরোনামের চিঠি অফিসিয়াল ঠিকানা বা ই-মেইলে প্রদান না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ছড়িয়ে দেন। সেখানে শুধু একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়, যার ফলে চরকির ব্যবসায়িক ও সুনামের ক্ষতি হলেও আমরা বিশ্বাস করতে চাই এটি উদ্দেশ্যপ্রণোদিত নয়। আপনাদের সহযোগিতা ও অনুষ্ঠান আয়োজনে যেকোনো পরামর্শ আমাদের অনুপ্রাণিত করবে। আশা করি, পারস্পরিক পেশাদার যোগাযোগের মাধ্যমে সেসব পরামর্শ আমাদের জানালে আমরা উপকৃত হবো। বাংলা চলচ্চিত্রের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও পেশাদার আচরণের মধ্যদিয়ে এগিয়ে যাওয়ার প্রশ্নে, যেকোনো বিনোদনভিত্তিক সাংবাদিক সংগঠন চাইলেই চরকির সঙ্গে (যেহেতু শুধু চরকির নাম ব্যবহার করা হয়েছে) আলোচনার প্রস্তাব রাখতে পারেন। বিভিন্ন আয়োজনে সাংবাদিক বন্ধুদের নিয়ে চরকিরও রয়েছে বেশ কিছু অভিজ্ঞতা। সব বিষয়ে আলোচনার মাধ্যমে একটি সুন্দর কর্মপরিবেশ তৈরিতে আমরা আগ্রহী। বাচসাস তাদের চিঠিতে “পারস্পরিক সহযোগিতামূলক আচরণ” প্রত্যাশা করেছে। ডোপ ও চরকিও সেটিই প্রত্যাশা করে।’