পদ্মা নদীর ২২ কেজির কাতল ৪৬ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি
২২ জুন ২০২৫, ১৪:০১
শেয়ার :
পদ্মা নদীর ২২ কেজির কাতল ৪৬ হাজারে বিক্রি

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতল। মাছটি ওজন দিয়ে দেখা গেছে, ২২ কেজি। পরে মাছটি ৪৬ হাজার ২শ টাকায় বিক্রি হয়েছে।

আজ রবিবার সকালে পদ্মা নদীতে জেলে সোনা হলদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে বেলা ১১টায় দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট উন্মুক্ত নিলামে ২ হাজার টাকা কেজি দরে ৪৪ হাজার টাকায় মাছটি ক্রয় করেন। 

জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, মাছটি ২ হাজার টাকা কেজি দরে ক্রয় করে পরে ২ হাজার ১শ টাকা কেজি দরে ৪৬ হাজার ২শ টাকায় শ্রীমঙ্গলে এক ব্যক্তির নিকট বিক্রি করা হয়েছে।