অবৈধ সম্পদের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলু ও তার স্ত্রী
অবৈধ সম্পদের মামলা থেকে খালাস পেলেন রাজশাহী বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন।
আজ রবিবার ঢাকার-১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবুল কাশেম এ খালাসের রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দুলু ও তার স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন। রায়ে খালাস পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা।
দুলু ও তার স্ত্রীর পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট বোরহান উদ্দিন মামলা পরিচালনা করেন।
২০০৭ সালে জ্ঞাত আয়বর্হিভূত ৯ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা অর্জনের অভিযোগে আদাবর থানায় মামলা করে দুদক। এ মামলায় একই বছরের ২৯ আগস্ট অভিযোগ গঠন করে আদালত।
আরও পড়ুন:
পাল্টে যেতে পারে আন্দোলনের ধরন
পরে সেই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুলু। হাইকোর্ট দুলুর আবেদন গ্রহণ করে ২০১২ সালের ১৮ জুলাই মামলাটি বাতিল করে দেন। সে আদেশের বিরুদ্ধে আপিল করে দুদক।
২০১৫ সালের ২ নভেম্বর আপিল বিভাগ দুদকের আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায় বাতিলের আদেশ দেন। এ আদেশের পর ঢাকার বিশেষ জজ আদালত-১ এ দুলুর বিরুদ্ধে দুর্নীতির মামলার কার্যক্রম শুরু হয়।
আরও পড়ুন:
১১ বছরেও বিচারে অগ্রগতি নেই