কোম্পানীগঞ্জে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট, আটক ৪
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় সৌদি প্রবাসীর বাড়িতে শাফিয়া খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার হাত পা মুখ বেঁধে ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে।
গত শুক্রবার গভীর রাতে চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বোচন আলী কবিরাজ বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ ৪ জনকে আটক করে।
আটককৃতরা হলেন চরপার্বতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে করিম (৩৮), সিরাজের ছেলে তানজিদ (২২), জয়নালের ছেলে মাসুম (২৬) ও হেদায়েতুল্লাহর ছেলে সাইফুল (৩২) ।
ভুক্তভোগী পরিবার জানায়, শুক্রবার গভীর রাতে সৌদি প্রবাসী সুমনের নতুন বাড়ির ঘরের টিন কেটে ৮-১০ জনের একটি দল ঘরে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। এক পর্যায়ে তারা ঘরে একা থাকা বৃদ্ধা শাফিয়া খাতুনের মোবাইল ফোন বন্ধ করে হাত পা মুখ ও চোখ বেঁধে আলমারিতে থাকা নগদ ২ লাখ টাকা ও ৫-৬ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এ সময় শাফিয়া খাতুন অচেতন হয়ে পড়লে মৃত ভেবে রেখে চলে যায় তারা। সকালে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বসুরহাট হাসপাতালে ভর্তি করেন।
সৌদি প্রবাসী সুমনের স্ত্রী বিবি আয়েশা জানান, ঘটনার পূর্বে ওই চক্রটি বাড়ীর অন্য ঘরগুলোর লোকজন যেন বের হতে না পারে সেজন্য ঘরগুলোতে বাহির থেকে তালা মেরে রেখেছিল।
কোম্পানীগঞ্জ থানার (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী বৃদ্ধার গলার আওয়াজ শুনে যাদের সন্দেহ করেছে তাদের ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।