বিয়ের প্রলোভনে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২২ জুন ২০২৫, ০৯:৪৬
শেয়ার :
বিয়ের প্রলোভনে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণঞ্জের সোনারগাঁয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মে প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। 

গতকাল শনিবার বিকেলে এ ঘটনায় সোনারগাঁও থানায় অভিযোগ করেছেন ওই ছাত্রীর বাবা।

লিত অভিযোগপত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার জুয়েলারি ব্যবসায়ী কমল হালদারের ছেলে শিশির হালদার ওই ছাত্রীর বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন। এ সময় তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময়ে শিশির হালদার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার বিভিন্ন স্থানে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এই শারীরিক সম্পর্কটি দীর্ঘদিন তাদের মধ্যে গড়ে ওঠে। এতে এক পর্যায়ে ওই শিক্ষার্থী ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শিশির তাকে কৌশলে ওষুধ সেবন করিয়ে বাচ্চা নষ্ট করে ফেলেন। 

পরে শিশিরকে ওই মেয়ে বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে তিনি কালক্ষেপণ করতে থাকেন। পরে বিষয়টি মেয়ের বাবাকে এ ব্যাপারে অবগত করেন মেয়েটি। মেয়ের বাবা শিশির হালদারের বাবাকে তার মেয়ের সঙ্গে তার ছেলের শারীরিক সম্পর্কের ব্যাপারে অবগত করলে এক পর্যায়ে ওই ছাত্রীর বাবাকে মারধর করে প্রাণনাশের হুমকি দেন অভিযুক্তের বাবা কমল হালদার ও ছোট ভাই পিয়াস হালদার।

এ বিষয়ে অভিযুক্ত শিশির হালদারের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার কল করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

এদিকে অভিযোগের বিষয়টি সত্য নয় বলে জানান অভিযুক্ত শিশির হালদারের বাবা কমল হালদার।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’