ভাসানী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে জুনায়েদ হোসেন (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় সন্তোষ পুরাতন পাড়া নেওয়াজ আলীর বাসার চতুর্থ তলার একটি রুম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
জুনায়েদ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তিনি গাজীপুরের পুবাইলের বাসিন্দা আলী আহমেদ নয়নের ছেলে।
টাঙ্গাইল কাগমারী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজী নজরুল ইসলাম জানান, পাশের রুমমেটের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে দেখেন রুমের ভেতর থেকে দরজা লাগানো। এরপর দরজা ভেঙে রুমের ভেতর প্রবেশ করলে দেখা যায় মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।