নাছির চৌধুরীকে দেখতে হাসপাতালে আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২৫, ২৩:১৭
শেয়ার :
নাছির চৌধুরীকে দেখতে হাসপাতালে আমিনুল হক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। আজ শনিবার সন্ধ্যায় ঢাকার সুপার স্পেশালাইজড বিএমইউ হাসাপাতালে চিকিৎসাধীন সাবেক সাংসদকে দেখতে যান তিনি। সাক্ষাতকালে তিনি নাছির চৌধুরীর চিকিৎসার খোঁজ খবর নেন।

এসময় জাতীয়তাবাদী ছাত্রদল দিরাই উপজেলার সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ জুন নাছির উদ্দিন চৌধুরীকে রাজধানীর সুপার স্পেশালিজেড হসপিটাল বিএমইউ-তে ভর্তি করা হয়। নিউরোলজিস্ট প্রফেসর ডা. এম বাহাদুর আলী মিয়ার তত্ত্বাবধানে সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে৷ নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে অল্পদিনের মধ্যেই তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন বলে ডাক্তাররা আশ্বস্ত করেছেন।

সুনামগঞ্জের-২ দিরাই-শাল্লার সাবেক এমপি, মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী দীর্ঘদিন থেকে অসুস্থ। কয়েক বছর আগে তিনি স্ট্রোক করেন।

স্বজনরা জানান, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। নিয়মিত চিকিৎসা পেলে তিনি দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন।