মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
২১ জুন ২০২৫, ২১:৪৪
শেয়ার :
মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় একটি মহিলা মাদ্রাসার শিশু ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার গোলখালী ইউনিয়নের নূরে মদিনা মডেল মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল আক্তার (৯) রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গ্রামের মো. আলী আকবরে মেয়ে।

জান্নাতুলের সহপাঠী ও চাচাতো বোন মারজানা বলেন, ‘প্রায় এক বছর আগে এই মাদ্রাসায় ভর্তি হয় জান্নাতুল। গতকাল রাত ১০টার দিকে আমরা ঘুমাতে যাই। ভোররাতে জান্নাতুল হাতে প্রচণ্ড ব্যথা করতেছে বলে আমাকে জানায়। পরে আমি তার হাত মালিশ করে দিতে চাইলে জান্নাতুল নিজেই হাত মালিশ করে।’

মারজানা আরও বলেন, ‘একপর্যায়ে সে তার ব্যবহৃত ট্রাঙ্কের সঙ্গে হাত পিটাতে থাকে এবং কিছুক্ষণ পরে শান্ত হয়। পরবর্তীতে মাদ্রাসার শিক্ষিকা মোসা. জান্নাতুল ফেরদৌস আমাদেরকে ফজরের নামাজের জন্য ডাকলে আমারা উঠলেও জান্নাতুল আর ওঠেনা। পরে বিষয়টি জানালে শিক্ষিকাকে তাকে তুলে তার রুমে নিয়ে যায়। এরপর তার মুখে পানি দিলে তা বাহিরে গড়িয়ে পড়ে এবং অচেতন হয়ে মাটিতে লুটে পড়ে। এ অবস্থায় তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

জান্নাতুলের বাবা মো. আলী আকবর বলেন, ‘আমার মেয়ে ঈদের পরে গোলখালী নূরে মদিনা মডেল মহিলা হাফিজিয়া মাদ্রাসায় পড়তে আসে। আজ শনিবার সকালে ফোন করে বলে আপনার মেয়ে অনেক অসুস্থ। এসে দেখি আমার মেয়ে মারা গেছে।’

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ‘মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’