আপত্তিকর ভিডিও প্রকাশের পর শরীয়তপুরের ডিসি ওএসডি

অনলাইন ডেস্ক
২১ জুন ২০২৫, ২১:০৭
শেয়ার :
আপত্তিকর ভিডিও প্রকাশের পর শরীয়তপুরের ডিসি ওএসডি

নারীর সঙ্গে আপত্তির ছবি ও ভিডিও প্রকাশের পর শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি করা হয়েছে। 

আজ শনিবার রাতে ২৭তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করা হয়।

আপত্তিকর অবস্থায় ডিসির সঙ্গে ভাইরাল ওই নারী নারী বলেন, ‘উনি (ডিসি) আমার নিকটাত্মীয়। আমাকে বিয়ের কথা বলে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স করিয়েছে। তিনি আমার সংসার, সমাজ ধ্বংস করে পথে বসিয়েছে। এখন আমাকে বিয়ে না করে, উল্টো মেরে ফেলার হুমকি দিচ্ছে। সে এর আগে আমাকে মারধর করেছে।’

নারীর সঙ্গে ওই ডিসির আপত্তিকর ভিডিও ও ছবি গত বৃহস্পতিবার রাত থেকে ছড়িয়ে পড়ে। এরপর জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।