শ্রীপুরে ট্রেন থেকে অজ্ঞাত যাত্রীর মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে ট্রেন থেকে অজ্ঞাত যাত্রীর (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেল ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেন থেকে ওই যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষনিকভাবে তার পরিচয় জানা যায়নি।
স্টেশনে থাকা অন্য যাত্রীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশনে থামে। স্টেশনে থাকা অন্য যাত্রীরা এ সময় ট্রেনের দুই বগির মাঝখানে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় দেখতে পায়। কাছে গিয়ে দেখে ওই ব্যক্তি মৃত অবস্থায় ট্রেনের বিদ্যুত সঞ্চালন তারে জড়িয়ে আছেন।
পরে ট্রেনের বিদ্যুত সঞ্চালন তার কেটে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ট্রেনের বিদ্যুত সঞ্চালন তারে জড়িয়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন যাত্রীরা।
শ্রীপুর স্টেশনের কর্তব্যরত স্টেশন মাষ্টার মো. হানিফ আলী বলেন, ‘বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেন শ্রীপুর ছেড়ে যায়। পরে জানতে পারি প্লাটফর্মে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। তবে মরদেহ কোথা থেকে কিভাবে স্টেশনের প্লাটফর্মে রেখেছে তা ঠিক জানি না।’
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) হারুন অর রশিদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পাই। রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’