ফ্রান্স প্রেসিডেন্টের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ: কী কথা হলো
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। ম্যাক্রোঁর কাছে ফোনটি করেছিলেন ইরানের প্রেসিডেন্ট।
ফোনালাপে ইউরোপীয় শক্তি এবং ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা ‘ত্বরান্বিত’ করতে সম্মত হয়েছেন ম্যাক্রোঁ ও পেজেশকিয়ান।
ফোনালাপের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ বলেন, ‘আমি দাবি করছি: ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না, এবং এটি তাকে নিশ্চিত করতে হবে তাদের উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমি নিশ্চিত যে যুদ্ধ থেকে বেরিয়ে আসার এবং বৃহত্তর বিপদ এড়ানোর আরও একটি উপায় (আলোচনা) আছে।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
পেজেশকিয়ান বারবার বলে এসেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে না। তবে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারেই মনোযোগী তারা।
প্রসঙ্গত, ইরান-ইসরায়েল সংঘাত আজ নবম দিনে গড়িয়েছে। গত ১৩ জুন ইরানের ওপর আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এর পরই দেশ দুইটির মধ্যে শুরু হয় সংঘাত। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তখন থেকে কমপক্ষে ২৫ জন নিহত এবং ২ হাজার ৫১৭ জন আহত হয়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
অন্যদিকে, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলি হামলায় ৪৩০ জন নিহত এবং ৩ হাজার ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন। যদিও মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস গতকাল শুক্রবার বেসরকারিভাবে মৃতের সংখ্যা ৬৫৭ বলে জানিয়েছে।