‘এখন শুধু বনলতা হয়ে খুঁজি দুদণ্ড শান্তি’

বিনোদন ডেস্ক
২১ জুন ২০২৫, ১৮:১০
শেয়ার :
‘এখন শুধু বনলতা হয়ে খুঁজি দুদণ্ড শান্তি’

তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। অভিনয়ের পাশাপাশি যোগাযোগমাধ্যমেও বেশ সবর এই অভিনেত্রী। কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা কিছুই তিনি শেয়ার করেন এই মাধ্যমে। তারই ধারাবাহিকতায় এবার বিবাহবার্ষিকীতে স্বামী আজমান নাসিরকে শুভেচ্ছা জানিয়ে লিখলেন এই অভিনেত্রী।

চমকের কথায়, ‘প্রিয় স্বামী, বর, কান্ত, অধিপতি; তোমাকে আমাদের প্রথম বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। আমাদের টোনাটুনির সংসার কিভাবে এক বছর পার করে ফেলল টেরই পেলাম না। আগে, আমি গোটা পৃথিবী জয় করতে চাইতাম, চাইতাম আনতে ক্রান্তি। এখন শুধু বনলতা হয়ে খুঁজি দুদণ্ড শান্তি।’

তিনি আরও লিখেছেন, ‘তোমার বুকে তোমার চোখে, ডুব দিয়ে আমি বুঝেছি, আমি তো গোটা পৃথিবী জয় করেই ফেলেছি। এই বড় ছন্নছাড়া প্রাণহীন পৃথিবীতে তুমি আমার অনেক মায়ার একান্ত পৃথিবী। আমি আমার সমস্ত ভালোবাসায় জয় করেছি তোমায়। এই ভুলে ভরা মিথ্যে আশার শহরে, তুমি আমার এক রঙিন স্বপ্ন। ক্লান্ত ক্ষতবিক্ষত পোর্সেলিনের শহরে, তুমি আমার রঙ-বেরঙের সংসার।’

সবশেষে চমক লিখেছেন, ‘প্রিয়, আমি তোমাকে ছায়াপথ সমান ভালোবাসতে চাই। আচ্ছা, ছায়াপথের দৈর্ঘ্য মাপেছে কেউ?’

বলা দরকার, ২০২৪ সালের আজকের দিনে (২১ জুন) পছন্দের মানুষকে বিয়ে করেন রুকাইয়া জাহান চমক। মাত্র ৯ টাকার কাবিন ও ৯০০ টাকার শাড়িতে মাদ্রাসায় তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।