‘দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়া পরিবার মানুষের পাশে ছিল’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠায় জিয়া পরিবার সব সময় পাশে ছিল।’
আজ শনিবার দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটেরিয়ামের আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এ কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘১৯৭১ সালে যুদ্ধের সময় শেখ মুজিব পাকিস্তানে আত্মসমর্থন করলেন। এরপর দেশে হত্যা শুরু হলো। দেশের এ ক্লান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করলেন। তিনি এ স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের সকল মানুষকে রক্ষা করেছিলেন। বিএনপি ক্ষমতায় এসে মানুষের ভাগ্যের উন্নয়ন করেছিল। রাস্তা-ঘাট থেকে শুরু করে সব অবকাঠামো নিমার্ণ করেছিল। বিএনপি একমাত্র দল মেয়েদের শিক্ষার জন্য সব ধরনের সুযোগ-সুবিধা চালু করেছিল। শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করেছিল। শিক্ষকরাই পাড়ে এ সমাজকে পরিবর্তন করতে। আপনারই পারেন, এ সমাজকে নতুন করে গড়তে।’
সাবেক এ মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের মানুষের গণতন্ত্র, ভোটের অধিকারকে ধ্বংস করে দিয়েছিল। মানুষের কথা বলার অধিকার ছিল না, আইনের শাসন ছিল না। দেশের ছাত্র-জনতা সেই ফ্যাসিবাদ শেখ হাসিনাকে আন্দোলনের মুখে বাধ্য করে দেশ থেকে পালাতে। আজ দেশে গণতন্ত্র, ভাতের অধিকার ফিরে এসেছে।’
দুলু বলেন, ‘আমাকে দিয়ে নাটোরের বেশির ভাগ প্রতিষ্ঠান এমপিও হয়েছেন। কোনো শিক্ষক বলতে পারবেন না, আমাকে একটি টাকাও ঘুষ দিয়েছেন। কিন্তু ফ্যাসিবাদ আওয়ামী লীগের সময় ১০ লাখ থেকে ১৫ লাখ টাকা দিয়ে নিয়োগ নিতে হয়েছে। সামান্য পিওন পদে লাখ লাখ টাকা নিয়েছেন। তার হিসেব আল্লাহের কাছে দিতে হবে। নির্বাচন এলেই বিএনপির শিক্ষক কে? আওয়ামী লীগের শিক্ষক কে? তা জেনে আওয়ামী লীগের শিক্ষকদের নিয়ে প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হতো।’
নাটোর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপনসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।