মা হারালেন অর্ষা
মা হারালেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। গতকাল শুক্রবার দিনগত রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিনেত্রীর মা মাসুদা হক শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে কিডনির রোগে ভুগছিলেন তিনি। ডায়াবেটিসের সমস্যাও ছিল তার।
এদিকে, অর্ষার মায়ের মৃত্যুতে হাসপাতালের সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অর্ষার স্বামী অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। গতকাল এক ফেসবুক পোস্টে ইমরান জানতে চেয়েছেন- ‘চিকিৎসা ব্যবসা নাকি সু-চিকিৎসা সেবা’। পোস্টে তিনি লিখেছেন, ‘ছুটির দিনে এই দেশে কেউ অসুস্থ হবেন না আর। হলে হাসপাতালে যাবেন না।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও লিখেছেন, ‘সাংবাদিকদের বলি- ফোন আর মাইক নিয়ে হোটেল-রিসোর্ট-পার্কে ছেলেমেয়েরা কী করছে সেটা নিয়ে মাথাব্যথা না করে, সততার দম থাকলে হাসপাতালগুলোতে ঘুরে দেখুন। দেখুন, কী দুরাবস্থা সবার! কী দুরাবস্থা হাসপাতালগুলোর! এবং এখানে যারা কাজ করে তাদের মান কতটা নিচে! সেবা বলে কিছু নেই কোথাও। সবই কেবল টাকার খেলা। সরকারি হোক বা বেসরকারি-সবই নোংরা ব্যবসা আর রাজনীতি। কারো নেই সেবার মানসিকতা কিংবা দক্ষতা।’
বলা দরকার, সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন নাজিয়া হক অর্ষা। এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় করছেন তিনি। তবে মায়ের অসুস্থতার কারণে অনেকদিন ধরেই কাজে অনিয়মিত ছিলেন এই অভিনেত্রী। এই সময়টাতে মায়ের সেবায় ব্যস্ত ছিলেন তিনি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট