ছাগলনাইয়ায় সেফটি ট্যাংক থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

ছাগলনাইয়া প্রতিনিধি
২১ জুন ২০২৫, ১০:৩৪
শেয়ার :
ছাগলনাইয়ায় সেফটি ট্যাংক থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

ছাগলনাইয়ায় সেফটি ট্যাংক থেকে ফারাবি (৯) ও লিহান (৮) নামের ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ৯টায় ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া সাতবাড়ি সড়কে ইম্পিরিয়াল স্কুলের পাশে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে পড়ে ওই দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

জানা যায়, শুক্রবার রাতে খেলতে গিয়ে নিখোঁজ হয় তারা। পরে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও এলাকাবাসী ওই ২ শিশুর মরদেহ উদ্ধার করেন।

উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত দায়িত্বরত কর্মকর্তা ফুলক ক্লান্তি বড়ুয়া জানিয়েছেন, ট্যাংক থেকে পানি নিষ্কাশন করে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ছাগলনাইয়া পুলিশের সার্কেল তসলিম হুসাইন আমাদের সময়কে জানান, দুই শিশু নির্মাণাধীন পানির ট্যাংকে পড়ে মারা গিয়েছে শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। 

তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।