নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক, ১ মাসের কারাদণ্ড
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় প্রনব চন্দ্র দেব নামে এক ভুয়া পরীক্ষার্থী ধরা পড়েছেন। তিনি বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের কিরণ রায়ের ছেলে।
গতকাল শুক্রবার হবিগঞ্জ শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
তিনি নির্ধারিত পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশগ্রহণ করার সময় তাকে হাতেনাতে আটক করা হয় বলে জানা যায়।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে এমন জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।