তিন মাধ্যমেই জনপ্রিয় মৌ

শুভ জন্মদিন

বিনোদন সময় প্রতিবেদক
২১ জুন ২০২৫, ০০:০০
শেয়ার :
তিন মাধ্যমেই জনপ্রিয় মৌ

মডেল মৌ বললেই বাংলাদেশে এখনও একজনের ছবিই সবার চোখের সামনে ভেসে ওঠে, তিনি সাদিয়া ইসলাম মৌ। আজ তার জন্মদিন। বিশেষ এই দিনে আমাদের সময়ের পক্ষ থেকে রইল শুভেচ্ছা। মৌ বলেন, ‘সত্যি বলতে কি, এখন আর নিজের জন্মদিনে বিশেষ কিছু করা হয় না। একসময়ে অনেক ঘটা করে জন্মদিন পালন করা হতো। এখন নিজের জন্মদিনের চেয়ে পরিবারের অন্যদের জন্মদিন নিয়েই হৈচৈ বেশি করি। কারণ পরিবারই এখন আমার চাঁদের হাট। তাই জন্মদিনটা স্বামী জাহিদ হাসান, মেয়ে পুষ্পিতা আর ছেলে পূর্ণর সঙ্গেই কেটে যায়।’

ছোটবেলায় কী হতে চেয়েছিলেন? প্রশ্নটা শুনে খানিকটা চিন্তা করলেন। এরপর একটানেই গেলেন, ‘তিন বছর বয়সে যখন নাচ শিখেছি, তখন আমার হ্যাঁ-না বলার সুযোগই হয়নি। মডেলিং করেছি বড় দুলাভাইয়ের কারণে। আমার এসবের কোনো কিছুর প্ল্যান না। আমি সব সময় বিয়ে করে বাচ্চাকাচ্চার মা হয়ে সংসারী হতে চেয়েছি। খালি মনে করতাম, আমার বরের আদরের বউ হব। আমাকে প্রতিদিন সন্ধ্যার পর বাইরে নিয়ে যাবে। কারণ আমার মাকে দেখতাম, আমার মা সব সময় বাবার ভীষণ আদরের ছিলেন।’

মডেলিংয়ের পাশাপাশি নাচ ও অভিনয়- মৌ সব মাধ্যমেই জনপ্রিয়। বেশ কিছু নাটক পরিচালনাও করেছেন তিনি। এ ছাড়া সংসার-সন্তানের কাজ তো সামলে যাচ্ছেনই। এত কিছু একসঙ্গে কীভাবে সামলান? মৌ বলেন, ‘এখনও পরিবার সামলানোর দায়িত্ব মূলত মেয়েদের ওপরেই পড়ে। বিয়ের পরেই যদি আমি হুট করে কাজে চলে যাই, তাহলে তো হবে না। বুঝে ওঠার জন্য নিজেকে সময় দিতে হবে।’

কদিন আগেই প্রথমবারের মতো গল্পভিত্তিক মিউজিক ভিডিওর মডেল হন মৌ। ‘তুমি রবে নীরবে’ শিরোনামে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গানটিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয় এই ভিডিওর মাধ্যমে। গানে কণ্ঠ দেন টরন্টোপ্রবাসী গজলশিল্পী শিরিন চৌধুরী।

চয়নিকা চৌধুরীর নির্দেশনায় ভিডিওতে মৌয়ের মেয়ের চরিত্রে দেখা গেছে নিদ্রিতা সরকারকে। সর্বশেষ গত ঈদুল ফিতরের নাটক ‘কোনও একদিন’-এ অভিনয় করেন মৌ। ফারিয়া হোসেনের লেখা এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে তার বিপরীতে দেখা গেছে আফজাল হোসেনকে।