চলে গেলেন খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ
খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ল্যাবএইড হাসপাতালে আজ শুক্রবার রাত ৯টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছাত্র এবং আলোকচিত্রীশিল্পী সাহাদাত পারভেজ।
তিনি জানান, চার দিন আগে হার্টঅ্যাটাক হলে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত সাত বার হার্টঅ্যাটাক হয় তার।
আগামীকাল ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে বনানী কবরস্থানে দাফন করা হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
চঞ্চল মাহমুদ বাংলাদেশের ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতে অন্যতম নাম। প্রায় সাড়ে ৪ দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন তিনি। চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন। একাধিক প্রদর্শনী হয়েছে তার ছবির। বাংলাদেশের অসংখ্য মডেল, অভিনেতা তার ছবির মধ্য দিয়ে পরিচিতি ছড়িয়েছেন।
কিছুদিন আগে, চঞ্চল মাহমুদ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার হৃদরোগ, কিডনি সমস্যা এবং অন্যান্য শারীরিক জটিলতা ছিল।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
চঞ্চল মাহমুদের মৃত্যুতে বাংলাদেশের আলোকচিত্র এবং সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।