আগামীতে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন হবে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘লন্ডনে প্রধান উপদেষ্টা ড. ইউনুস সাহেব ও তারেক রহমানের বৈঠকের পর পার্শ্ববর্তী একটি দেশ এখনো তারেক রহমানের নামে বিভিন্ন কুৎসা রটনা অব্যাহত রেখেছে। ছাত্র-জনতার আন্দোলনের পর একটা মুক্ত পরিবেশে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। আমরা বিশ্বাস করি আগামীতে একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
আজ শুক্রবার দুপুরে পাবনার চাটমোহরে বিএনপির প্রবীণ নেতা, অসুস্থ মো. আবু তাহেরকে (তাহের ঠাকুর) দেখতে এসে এসব কথা বলেন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘১৬ বছরের দুঃশাসনে সারা বাংলাদেশে এবং এই এলাকায় ও কত মানুষ যে গুম, খুন ও নির্যাতনের শিকার এবং হাজার হাজার মামলা হয়েছে তা বলে শেষ করা যাবে না।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্টপোষক তারেক রহমানের দেওয়া উপহার আবু তাহেরের বাসায় পৌঁছে দেন রুহুল কবির রিজভী। এ সময় তাহের ঠাকুরের খোঁজ খবর নেন এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘তাহের ঠাকুর এমন এক মানুষ, যিনি সারা জীবন লোহা পিটিয়ে সংসার চালিয়েছেন এবং দলের দুর্দিনে এই থানার সব কর্মসূচিতে অংশগ্রহণ করে আন্দোলন করেছেন। তিনি বিএনপির পতাকাকে উড্ডীন রেখেছিলেন। বিএনপি তার অবদান স্মরণ করে এবং আমরা তাহের ঠাকুরের পাশে আছি- থাকব।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তার দেওয়া অর্থ ও উপহার সামগ্রী পৌছে দেওয়া হলো। আগামীতেও দল তার পাশে থাকবে।’
এ সময় রুহুল কবির রিজভীর সঙ্গে বিএনপি কেন্দ্রীয, পাবনা জেলা বিএনপি এবং চাটমোহর উপজেলা এবং পৌর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।