সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জে ইসলাম (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বলরামপুর বাজারের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত ইসলাম বেলকুচির উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বিশ্বাস বাড়ির মনিরুল ইসলামের ছেলে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, পূর্বশত্রুতার জেরে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।