কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে রুয়েটের অভিষেক

অনলাইন ডেস্ক
২০ জুন ২০২৫, ১০:১২
শেয়ার :
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে রুয়েটের অভিষেক

যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষা বিশ্লেষণ প্রতিষ্ঠান QS (Quacquarelli Symonds) প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৬। সেই তালিকায় এই প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

গতকাল বৃহস্পতিবার বিভিন্ন ব্যান্ডে বিশ্ববিদ্যালয়গুলোর নাম প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এবারের তালিকায় বাংলাদেশের ১৫টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে, যার মধ্যে ৮টি পাবলিক এবং ৭টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে।

র‍্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্বব্যাপী যার অবস্থান ৫৮৪তম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) রয়েছে ৭৬১–৭৭০ ব্যান্ডে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশে প্রথম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিশ্বব্যাপী অবস্থান ৯৫১–১০০০ ব্যান্ডে।

তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়ে ইতিহাস গড়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), যার অবস্থান ১৪০১+ ব্যান্ডে। এছাড়া একই ব্যান্ডে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)ও স্থান পেয়েছে।

বিশ্বব্যাপী শিক্ষার মান, গবেষণা, একাডেমিক খ্যাতি এবং আন্তর্জাতিকীকরণে গুরুত্ব বিবেচনায় তৈরি করা হয় এই র‍্যাংকিং। এই প্রথমবার স্থান অর্জনকে রুয়েটের একাডেমিক ও গবেষণা অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। 

এদিকে বিশ্বমঞ্চে রুয়েটের অবস্থানকে আরও দৃঢ় করতে প্রশাসনকে প্রয়োজনীয় প্রগতিশীল পদক্ষেপ নেওয়ার আহ্বান করেছেন শিক্ষার্থীরা।