বিসিবি’র উপদেষ্টা হলেন সাখাওয়াতসহ তিনজন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্টস এডভারজার কমিটিতে পর্যটন খাতে বিশেষজ্ঞ সাখাওয়াত হোসেনসহ তিনজনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি ছাড়াও বাকি দুইজন হলেন- সৈয়দ আবিদ হোসেন সামি এবং ব্যারিস্টার শাইখ মাহাদী।
আজ বৃহস্পতিবার বিসিবি পরিচালকদের সভা শেষে এই তিনজনকে মনোনীত করেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
পর্যটন খাত বিশেষজ্ঞ সাখাওয়াত হোসেনকে ক্রিকেট পর্যটন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি দীর্ঘদিন দেশের পর্যটন উন্নয়ন নিয়ে কাজ করছেন। এই অঙ্গনে কাজ করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারও পেয়েছেন তিনি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এছাড়ও ক্রিকেট উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে আবিদ হোসেন সামিকে। তিনি একজন ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন। ঘরোয়া ক্রিকেটে ম্যাচও খেলেছেন। স্থানীয় পর্যায়ে কোচিংয়েও দেখা গেছে তাকে।
প্রেসিডেন্টস কমিটির আইন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শাইখ মাহাদীকে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?