জাজিরার সাবেক মেয়র গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যা মামলায় অভিযুক্ত শরীয়তপুরের জাজিরা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুল হক কবিরাজকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম। এর আগে আজ দুপুরে রাজধানীর মিরপুর ২ নম্বর এলাকা থেকে র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পুলিশ জানায়, ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে একটি হত্যা মামলা হয়। সেই মামলায় অধ্যাপক হক কবিরাজের নাম আসামিদের তালিকায় উঠে আসে। এরপর থেকে তিনি গা ঢাকা দেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জাজিরা থানায় হস্তান্তর করা হবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় অভিযুক্ত অধ্যাপক আব্দুল হক কবিরাজকে র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে হস্তান্তরের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’