নারীর সঙ্গে ছাত্রদল নেতার নাচের ভিডিও ভাইরাল

রাজবাড়ী প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ২১:৪০
শেয়ার :
নারীর সঙ্গে ছাত্রদল নেতার নাচের ভিডিও ভাইরাল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শিপন আহমেদের নারীর সঙ্গে নাচের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জেলা জুড়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

‘রাজবাড়ী জেলা আপডেট নিউজ’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়। ক্যাপশনে বলা হয়, ‘পতিতালয়ে যৌনকর্মীর সঙ্গে গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শিপন মদপান করে নারী নিয়ে নষ্টিফষ্টি করে। শিপনের ইনকামের উৎস কী, সবাই একটু জানাবেন।’এমন মন্তব্যের সঙ্গে ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ছাত্রদল নেতা শিপন আহমেদের কাছে জানতে চাইলে ভিডিওটা তার নিজের নৃত্য বলে নিশ্চিত করে বলেন, ‘এটি আমার পারিবারিক একটি অনুষ্ঠানের নৃত্যের ভিডিও। এখানে পরিবারের সবাই উপস্থিত ছিল। এটি কোনো খারাপ পরিবেশ বা পতিতালয়ের ভিডিও নয়। আমার সম্মান ক্ষুণ্ণ করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ভিডিও ছড়ানো হয়েছে। আমি এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করব।’

গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু বলেন, ‘আমি যতটুকু জেনেছি, এটি পারিবারিক অনুষ্ঠানের অংশ। এখানে তেমন কোনো আপত্তিকর কিছু রয়েছে বলে মনে আমার মনে হয়নি। ভিডিওতে পতিতালয়ের কথা বলা হলেও, সেটার সত্যতা আমি পাইনি। তবে ভিডিওতে যিনি ছিলেন, তিনি যে শিপন, সেটা নিশ্চিত। তার পরেও যদি কোন খারাপ কিছুর প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’