ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৪ বাংলাদেশি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ১৮:৪৬
শেয়ার :
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৪ বাংলাদেশি

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ১৪ জন বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।

আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পশ্চিম ত্রিপুরার আগরতলা থেকে ট্রাভেল পারমিটের মাধ্যমে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তারা দেশে প্রবেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন- ভারতে ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন অফিসের ক্যানসুলার এসিস্ট্যান্ট ওমর শরীফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম রাশেদুলই ইসলাম, ইমিগ্রেশন ইনচার্জ মোহাম্মদ আব্দুস সাত্তার, ডেপুটি ম্যানেজার ব্রাক মাইগ্রেশন সাইলা শারমিনসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফেরত আসা ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময় দালালদের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে ভারতে যান। পরে সেই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। পরে আদালতের নির্দেশে তাদের পশ্চিম ত্রিপুরার নরসিংগর অস্থায়ী আটককেন্দ্রে রাখা হয়।

ফেরত আসাদের মধ্যে রয়েছেন- ফেনীর মো. ইসমাইল ভূঁইয়া ও হারুন মজুমদার, নারায়ণগঞ্জের মোছা. পাপিয়া আক্তার, গোপালগঞ্জের মোছা. লিজা খানম, নড়াইলের মোছা. লিজা খাতুন, চাঁদপুরের মোছা. আশা মনি, খুলনার মো. মাহফুজুল ইসলাম, তাহুরা বিবি ও আঁখি ইসলাম, নেত্রকোনার সঞ্জয় দাস ও স্বপন দাস, সুনামগঞ্জের বিপুল দাস, যশু দাস ও সুশেন দাস।

ডেপুটি ম্যানেজার ব্রাক মাইগ্রেশন সাইলা শারমিন বলেন, ‘১৪ জনের পরিবারে বিভিন্ন সময় আমাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের ফেরত আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আগরতলা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে তাদের আজ দেশের ফিরিয়ে আনা হয়। প্রাথমিকভাবে ফেরত সবাইকে আমাদের সংস্থার পক্ষ থেকে নগত ৩ হাজার টাকা ও খাবার দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের পূর্ণবাসনের জন্য আমরা কাজ করে যাব।’

এ বিষয় ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের প্রথম সচিব ওমর শরীফ বলেন, ‘তারা দালালের প্রতারণার ফাঁদে পরে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে কাজের জন্য এসেছিল। পরে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়ে কারাভোগ করেন। পরবর্তীতে আমরা খবর পেয়ে তাদের খোঁজখবর নিয়ে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষ করে আজ দেশে পাঠিয়েছি।’