৮০ হাজার জাল ডলারসহ চক্রের ৬ সদস্য আটক

পঞ্চগড় প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ১৭:৪২
শেয়ার :
৮০ হাজার জাল ডলারসহ চক্রের ৬ সদস্য আটক

পঞ্চগড় সদরে ৮০ হাজার জাল ডলারসহ ৬ প্রতারককে আটক করেছে যৌথবাহিনী। পরে তাদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পঞ্চগড় সদর সেনা ক্যাম্পের মেজর মেহেদী হাসান জয়ের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে তাদের ব্যবহৃত মোবাইল, মোটরসাইকেল ও ইয়াবাসহ ৮০ হাজার জাল ডলার উদ্ধার করা হয়েছে।

চক্রটি দীর্ঘদিন ধরে দেশে ও বিদেশে জাল ডলারের ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, ৮০ হাজার জাল ডলারসহ চক্রের ৬ প্রতারককে থানায় হস্তান্তর করা হয়েছে।