আমার খুব কান্না পায়: জাহিদ হাসান

বিনোদন প্রতিবেদক
১৯ জুন ২০২৫, ১৬:৪০
শেয়ার :
আমার খুব কান্না পায়: জাহিদ হাসান

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে একটি তানিম নূরের ‘উৎসব’। ভায়োলেন্স, নানা রকম নেতিবাচকতায় আর ভরপুর অ্যাকশননির্ভর সিনেমাগুলোর ভিড়ে একঝলক প্রশান্তির বাতাস এনে দিয়েছে পারিবারিক গল্পের এই সিনেমাটি।

‘উৎসব’-এ একসঙ্গে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতিসহ অনেকে।

এর মধ্যদিয়ে দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরেছেন নব্বইয়ের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সিনেমাতে ‘জাহাঙ্গীর’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেতা। তবে মুক্তির সময় যখন প্রেক্ষাগৃহে দর্শক ভিড় করছেন, তখন অভিনেতা ছিলেন হাসপাতালে ভর্তি।

ঈদের আগের দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন জাহিদ হাসান। ছিলেন আইসিইউতেও। আর সেসময়েই প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত বহুল আলোচিত সিনেমাটি।

এক সিনেমায় এত তারকার উপস্থিতি এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পীর একত্রে অভিনয়- এটি দেশীয় চলচ্চিত্রে একেবারেই বিরল। তাই দর্শকমহলে শুরু থেকেই ‘উৎসব’ ঘিরে আগ্রহের কমতি ছিল না।

সিনেমা মুক্তির দ্বিতীয় সপ্তাহে গতকাল বুধবার রাজধানীর একটি সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় প্রিমিয়ার শো। দর্শক ও সাংবাদিকদের উপচে পড়া ভিড়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সিনেমার প্রধান চরিত্রের অভিনেতা জাহিদ হাসান।

এ সময় তিনি বলেন, ‘আজকেই আমার ঈদ। ঈদের আগের দিন থেকে আমি হাসপাতালে ছিলাম, আইসিইউতেও ছিলাম। কিন্তু আজ আপনাদের এই ভালোবাসা পেয়ে মনে হচ্ছে, এটাই আমার ঈদ।’

তিনি জানান, হাসপাতালের বিছানায় শুয়েই তিনি দর্শকের রিভিউ দেখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের প্রতিক্রিয়া পড়েছেন।

জাহিদ হাসান বলেন, ‘আপনাদের এই ভালোবাসা দেখে কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে। আমার মুশকিল হয়ে গেছে জানেন, কেউ যদি আদর করে বা ভালোবাসে, তাহলে আমার কান্না পেয়ে যায়। আপনারা যখন এভাবে আমাকে ভালোবাসেন, তখন আমার খুব কান্না পায়।’

তিনি আরও বলেন, ‘আমার ক্যারিয়ারে ছবির সংখ্যা খুব বেশি না হলেও কিছু ছবি জাতীয় পুরস্কার পেয়েছে। কিন্তু এভাবে কোনো ছবি আসেনি। এত ক্যামেরা সামনে আসেনি কখনো। এটা আমার জীবনের বড় একটা পাওয়া। আমি সত্যিই খুব কৃতজ্ঞ এবং সবাইকে ভালোবাসি।’