জাতীয় নির্বাচন প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
১৯ জুন ২০২৫, ১৬:৩৬
শেয়ার :
জাতীয় নির্বাচন প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ

জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি ২০২৫-এর খসড়া চূড়ান্ত করার পর আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানায় ইসি।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘নির্বাচনী প্রচারে পোস্টার আর ব্যবহারের সুযোগ থাকবে না। তবে এবার নতুন করে বিলবোর্ড ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, আসন্ন সংসদ নির্বাচনে আসন পুনর্নির্ধারণ (সীমানা পুনর্বিন্যাস) নিয়ে আলোচনা চলছে এবং এ বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী কমিশন সভায় নেওয়া হতে পারে।

এর আগে সকাল সোয়া ১১টায় শুরু হওয়া কমিশন সভায় আচরণবিধি ও সীমানা পুনর্নির্ধারণ ইস্যুতে আলোচনা হয়। সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সভায় কমিশনের অন্যান্য সদস্য, সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ব্যবহার করা না গেলেও বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে।