ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে সর্বশেষ যা জানা যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৫, ১৪:৫৬
শেয়ার :
ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে সর্বশেষ যা জানা যাচ্ছে

ইরান-ইসরায়েল সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে। এখনো দুই পক্ষের হামলা ও ক্ষতির খবর মিলছে।  ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধের ময়দানে নামে, তাহলে ইরান তার জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এর জবাব দিতে বাধ্য হবে। তিনি বলেন, সেক্ষেত্রে ইরানি সামরিক সিদ্ধান্ত গ্রহণকারীরা সব ধরনের বিকল্প বিবেচনায় নেবেন।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে তেহরানের বাঘেরশাহের রিফাইনারি ও কাহরিজাক প্রতিরক্ষা ঘাঁটির কাছে কয়েকটি ইসরায়েলি ড্রোন ধ্বংস করা হয়েছে।

এমন অবস্থায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরান থেকে ১,৬০০-এর বেশি এবং ইসরায়েল থেকে আরও কয়েকশো চীনা নাগরিককে সরিয়ে নিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, তারা বেইজিং, ইরান, ইসরায়েল ও ওমানসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছেন এবং যতো দ্রুত সম্ভব উত্তেজনা কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরান থেকে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১ হাজার ড্রোন ছুড়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা। তিনি জানান, গত শুক্রবার থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাতে ইরান থেকে এ পর্যন্ত প্রায় ৪০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১ হাজার ড্রোন ছুড়েছে।