তরুণ নির্মাতার আন্তর্জাতিক সাফল্যে সংস্কৃতি উপদেষ্টার শুভকামনা
বাংলাদেশি নির্মাতা মেহেদী হাসান পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বালুর নগরীতে’ (Sand City) জায়গা পেয়েছে চেক প্রজাতন্ত্রের মর্যাদাপূর্ণ ৫৯তম কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রোক্সিমা প্রতিযোগিতা বিভাগে। সিনেমার এমন সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সিনেমাটির প্রধান অভিনেতা মোস্তফা মনোয়ার ও সাউন্ড ডিজাইনার অরণ্যক পৃথিবীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং এ অর্জনকে ‘দেশের জন্য এক গর্বের মুহূর্ত’ বলে অভিহিত করেন।
তিনি জানান, কার্লোভি ভ্যারি উৎসবে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রতিনিধি দলের একজন সদস্যের বিমানভ্রমণ ব্যয় সংস্কৃতি মন্ত্রণালয় বহন করবে।
উপদেষ্টা বলেন, ‘যারা বাংলাদেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরবে, তাদের পেছনে আমরা থাকব। শুধু সিনেমা নয়, সংগীত, থিয়েটার, আলোকচিত্র, স্থাপত্য- সব সৃজনশীল ক্ষেত্রেই এই সমর্থন চলবে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সংস্কৃতি মন্ত্রণালয়ের এই নীতিকে একটি ধারাবাহিক উদ্যোগ হিসেবে দেখানো হয়। এর আগে, কান চলচ্চিত্র উৎসবের প্রাক্কালে নির্মাতা আদনান আল রাজিবসহ দুই বাংলাদেশিকে প্যারিস সফরের জন্য বিমান টিকিট দিয়ে সম্মান জানিয়েছিল মন্ত্রণালয়।
‘বালুর নগরীতে’ সিনেমাটি খনা টকিজ প্রযোজিত, রুবাইয়াত হোসেন ও আদনান ইমতিয়াজ আহমেদ এর প্রযোজনায় নির্মিত এবং Cinema Cocoon এর সহযোগিতায় তৈরি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট