মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ, কী কথা হলো
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডোর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।গতকাল বুধবার ওয়াশিংটন ডিসিতে তারা এ সাক্ষাৎ করেন।
এ সময় তারা রোহিঙ্গা সমস্যা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার উন্নয়ন এবং বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সংকটময় মুহূর্তে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আলাদাভাবে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।