পল্টনে মাদক কারবারিদের গুলিতে ২ ডিবি পুলিশ আহত, ঢামেকে ভর্তি
রাজধানীর পল্টন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হচ্ছেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন। তারা লালবাগ বিভাগে দ্বায়িত্বে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ। তিনি বলেন, গুলিবিদ্ধ আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব জানান, তার নেতৃত্বে বুধবার দিবাগত রাতে অভিযান চলাকালীন একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিয়ে থামনোর চেষ্টা করা হয়। এ সময় ওই প্রাইভেটকারে থাকা মাদক কারবারিরা তাদের গাড়ি থেকে গুলি ছোড়ে, এতে ডিবি পুলিশের দুই সদস্য আহত হন।
পরে তাদের উদ্ধার করে প্রথমে রাজারবাগ হাসপাতালে নেওয়া হয়।সেখান থেকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।তারা বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরও জানান, আহতদের মধ্যে এএসআই আতিক হাসানকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) রাখা হয়েছে। তার পেটে গুলি বিদ্ধ হয়েছে। অপরজন কনস্টেবল সুজনের বাম পায়ে গুলি বিদ্ধ হয়। তাকে ক্যাজুয়ালিটি বিভাগে রাখা হয়েছে।