গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
১৮ জুন ২০২৫, ২১:৩৭
শেয়ার :
গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আহম্মদ আলী মোল্লা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে রয়েছেন।

আজ বুধবার রাতে নাটোরের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন সংবাদমাধ্যমকে বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে গুরুদাসপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তিনি ডিবি হেফাজতে রয়েছেন।

এসপি বলেন, আহম্মদ আলী মোল্লার বিরুদ্ধ ঢাকাতে মামলা রয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হতে পারে। তার বিরুদ্ধে নাটোরে কয়টি মামলা রয়েছে, সেগুলো খোঁজ নেওয়া হচ্ছে।