কারামুক্ত হলেন গান বাংলার তাপস

নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২৫, ২০:৩৮
শেয়ার :
কারামুক্ত হলেন গান বাংলার তাপস

জামিনে কারামুক্ত হলেন গান বাংলা টেলিভিশনের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস। আজ বুধবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি) জাহাঙ্গীর কবির আমাদের সময়কে বলেন, ‘গান বাংলা টেলিভিশনের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস আজ সন্ধ্যা ৭টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন।’

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে কৌশিক হোসেন তাপসকে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। প্রায় সাত মাস তিনি কারাগারে ছিলেন।