ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদরদপ্তর ধ্বংসের দাবি ইসরায়েলের
নতুন করে ইরানের রাজধানী তেহরানে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় ইরান সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। খবর আল-জাজিরার।
এর আগে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, দেশটির বিমানবাহিনী তেহরানের আশেপাশে সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালাচ্ছে। দেশটির সেনাবাহিনী এই ঘোষণা দিয়েছিল।
এদিকে, আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা ইরানের কারাজের পায়াম বিমানবন্দরের কাছে বিস্ফোরণের খবর পেয়েছে, যা পূর্বে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল। তেহরানের পূর্ব দিক থেকেও বিস্ফোরণের খবর শোনা যাচ্ছে। লক্ষ্যবস্তু সম্পর্কে তাদের কাছে এখনো কোনো নির্দিষ্ট বিবরণ নেই।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
অন্যদিকে, ইরানের সরকারের একজন মুখপাত্র ইরানের অন্তত দুটি ব্যাংকে সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইবার-অবকাঠামো যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করার জন্য অস্থায়ী ইন্টারনেট বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গোলান অঞ্চলে একটি ইরানি ড্রোন আটক করেছে। তারা জানায়, ড্রোনটি ইসরায়েলি-অধিকৃত সিরিয়ার গোলান হাইটসের দক্ষিণে প্রবেশ করেছিল। ড্রোনটি ইরানি ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা হয়েছিল বলেও জানায় তারা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস