মেয়াদ শেষ হওয়ায় ইশরাকের শপথ নেওয়ার সুযোগ নেই: উপদেষ্টা আসিফ

অনলাইন ডেস্ক
১৮ জুন ২০২৫, ১৯:১৭
শেয়ার :
মেয়াদ শেষ হওয়ায় ইশরাকের শপথ নেওয়ার সুযোগ নেই: উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ায় এবং নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী শপথের মেয়াদও শেষ হয়ে যাওয়ায়, বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার আইনি কোনো সুযোগ নেই।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের ৪৫ শতাংশ নাগরিক সেবা বন্ধ হয়ে গেছে। ইশরাক হোসেনের কারণে সৃষ্ট অচলাবস্থায় সম্পূর্ণ নাগরিক সেবা ভেঙে পড়ারও আশঙ্কা দেখা দিয়েছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ইশরাক হোসেন আইন ভঙ্গ করেছেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এটি করা হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে বিএনপির দলীয় হস্তক্ষেপ প্রয়োজন।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠকের মধ্য দিয়ে রাজনীতিতে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, সেটি আমরা ধরে রাখতে চাই। মেয়রের বিষয়টি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে, বিএনপি যথাযথ উদ্যোগ নেবে আশা করি।’