হাতির আক্রমণে দেড় বছরের শিশুর মৃত্যু

রামু (কক্সবাজার) প্রতিনিধি
১৮ জুন ২০২৫, ১৮:৫৫
শেয়ার :
হাতির আক্রমণে দেড় বছরের শিশুর মৃত্যু

কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তার বোন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের মইত্তাতলী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের ঈদগড় রেঞ্জ কর্মকর্তা তৌকির হাসান।

ঈদগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জসিম উদ্দিন জানান, গতকাল রাতে ওই এলাকার আমির হামজার বসতবাড়িতে বন্য হাতি আক্রমণ করে। এতে পরিবারের সদস্যরা প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে হামজার দেড় বছর বয়সী ছেলে আবদুর রহমান ওরফে সাদ মনি ও মেয়ে বিলকিস আক্তার (১০) গুরুতর আহত হয়।

স্থানীয় বাসিন্দারা হাতি তাড়িয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে আবদুর রহমানের মুর মৃত্যু