ইরানের যে পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারবে না ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৫, ১৮:৫৫
শেয়ার :
ইরানের যে পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারবে না ইসরায়েল

মাটির অন্তত ৮০ মিটার গভীরে থাকা ইরানের একটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফরদো। এই স্থাপনা ধ্বংস করার কোনো যন্ত্র ইসরায়েলের হাতে নেই। এ কথা বলেছেন জাতিসংঘের পরমাণুবিষয়ক সাবেক পরিদর্শক ডেভিড অলব্রাইট।

ডেভিড অলব্রাইট বলেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফরদো মাটির অন্তত ৮০ মিটার বা ২৬২ ফুট গগিরে, যা ধ্বংস করা কঠিন।

বিবিসি রেডিও ফাইভের সঙ্গে আলাপকালে তিনি জানান, ইরাকে তাদের কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রমের জন্য সহায়ক হয়েছে। বিশেষ করে গোপন কর্মসূচিগুলো পরিদর্শনের উপায় বের করার ক্ষেত্রে এটি সহায়তা করেছে।

অলব্রাইট ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা।

তিনি বলেন, ‘এখন যেখানে ইসরায়েল হামলা করছে, আমি বিশ্বাস করি ইসরায়েল ওই স্থাপনা দীর্ঘসময়ের জন্য বন্ধ করাতে পারে। আর যুক্তরাষ্ট্র এটি পুরোপুরি ধ্বংস করতে পারে।’

প্রসঙ্গত, ইরান ফরদো পারমাণবিক স্থাপনা তৈরি করেছে দেশটি পরমাণু কর্মসূচির অংশ হিসেবে।