রাজধানীতে পৃথক ঘটনায় বাস হেলপার ও গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২৫, ১৮:০৫
শেয়ার :
রাজধানীতে পৃথক ঘটনায় বাস হেলপার ও গৃহবধূর আত্মহত্যা

রাজধানীর পৃথক দুটি স্থানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বনানীতে বাস হেলপার এবং রামপুরায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

জানা গছে গতকাল মঙ্গলবার রাতে বনানী থানার মহাখালী দক্ষিণ পাড়ার আদর্শনগর মুক্তিযুদ্ধ গলির একটি বাসায় স্ত্রী জোনাকির সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দেন মুন্না (১৯)। তিনি পেশায় বাস হেলপার ছিলেন। নিহতের বাবা মো. ইয়াছিন জানান, ছেলের সঙ্গে স্ত্রীর দাম্পত্যকলহ ছিল।

খবর পেয়ে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মওদূদ কামাল মুন্নার মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠান। মুন্নার বাড়ি শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার ডিশকুল গ্রামে।

অন্যদিকে, একই রাতে রামপুরা হাজীপাড়া ঝিলপাড় এলাকার একটি বাসা থেকে গৃহবধূ সুমি আক্তার (৩৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) খাঁন আব্দুর রহমান জানান, তিনি গলায় ফাঁস দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।