হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শ্রমিক সজল হত্যা মামলায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আরেক মামলায় তাকে শ্যোন এরেস্ট দেখানো হয়।
আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৬ মে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা সজল হত্যা মামলায় আইভী ৬ নাম্বার আসামি। একই আদালতে গত ৭ সেপ্টেম্বর ফতুল্লা থানায় দায়ের করা সাঈদ হত্যাচেষ্টা মামলাতে শ্যোন এরেস্ট দেখায় পুলিশ। একই সঙ্গে মামলা দুইটির জামিন আবেদন নামঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘সিদ্ধিরগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সজল হত্যা মামলায় আইভী হুকুমের আসামি। তাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।’
তবে আইভীর আইনজীবী এ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, ‘এই দুইটি মামলার এজাহারে আইভীর সম্পৃক্তততার কোন উল্লেখ নেই। মামলা দুইটিতে আইভীর বিরুদ্ধে কোনো ধারায় অভিযোগের বর্ণনা নেই। একটি মামলায় রিমান্ড নামঞ্জুর ও জামিন আবেদন এবং অপর মামলায় আইভীর জামিন আবেদন করা হয়। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে একটি মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪টি ও ফতুল্লা থানায় একটি মামলা রয়েছে। যার মধ্যে ৩টি হত্যা মামলা।