আন্দোলনকারী-সাংবাদিকদের মাঝে ফগিং মেশিন চালিয়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন ইশরাকের
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগরভবনে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তাকে মেয়র করার দাবিতে আন্দোলনকারীদের ও সাংবাদিকদের মাঝে ফগিং মেশিন চালিয়ে আজ বুধবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব দেওয়ার দাবিতে ডিএসসিসি নগরভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মচারীরা। এ ছাড়া ‘ঢাকাবাসী’র ব্যানারে নগরভবনে একত্রিত হয়েছেন ইশরাকের অনুসারীরা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আজ দুপুর ১টার দিকে নগরভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন। এরপর তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বক্তব্য দেন। বক্তব্য শেষ করে ফগিং মেশিন চালিয়ে করেন মশক নিধন কার্যক্রমের উদ্বোধন। তখন সেখানে আন্দোলনকারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাদের মাঝেই ফগিং মেশিন চালান ইশরাক। ধোয়ার কারণে অনেককেই এ সময় নাকে-মুখে হাত দিতে দেখা যায়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
মশক নিধন কার্যক্রম উদ্বোধনের আগে দেওয়া বক্তব্যে ইশরাক হোসেন বলেন, ‘আমাদের আন্দোলন চলমান থাকলেও নাগরিক জরুরি সেবাগুলোও আমাদের তত্ত্বাবধানে চলমান আছে। আমরা চাই কোনোভাবেই যেন নাগরিক দুর্ভোগ না হয়। সামনে ডেঙ্গুর মৌসুম আসছে, ফলে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করতে আমরা আজ এই কার্যক্রম উদ্বোধন করছি।’