গাইবান্ধার সড়ক দুর্ঘটনায় নিহত ১

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
১৮ জুন ২০২৫, ১৪:৪৬
শেয়ার :
গাইবান্ধার সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাইবান্ধার পলাশবাড়ীতে বিআরসি’র যাত্রীবাহী বাস উল্টে অতিরিক্ত চালক মহসিন আলী (৩৭) নিহত এবং অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে পলাশবাড়ী পৌরশহরের দক্ষিণ বন্দরের (বগুড়া বাসস্ট্যান্ড) ইক্ষু ক্রয় কেন্দ্র ঘেঁষে দুর্ঘটনা ঘটে। 

নিহত মহসিন আলী বগুড়া জেলার আদমদিঘী উপজেলার প্রাণনাথপুর গ্রামের জাবেদ আলীর ছেলে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানান, ওইস্থানে ঢাকা-রংপুর মহাসড়কের ওপর যশোর থেকে রংপুরগামী বাসটি আকস্মিক নিয়ন্ত্রণ হারায়। এতে মূহুর্তের মধ্যে বাসটি পল্টি মেরে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অতিরিক্ত চালক মহসিন আলী বাসটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খরব পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক টিম উদ্ধার কাজ চালায়।

দুর্ঘটনায় ১ জন নিহতসহ অন্তত ১০ যাত্রী আহত হন বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে উদ্ধারকৃত মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।