বগুড়ায় যুবলীগ সভাপতির ঘনিষ্ঠ সহযোগী হৃদয় ব্যাপারী গ্রেপ্তার
বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের ঘনিষ্ঠ সহযোগী পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মেহেদী হাসান হৃদয় ওরফে হৃদয় ব্যাপারীকে (৩২) গ্রেপ্তার করেছে বগুড়ার ডিবি পুলিশ।
আজ বুধবার ভোররাতে শহরের উত্তর চেলোপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বগুড়ার ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান হৃদয় ওরফে হৃদয় ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়।তিনি বিগত সময়ে বগুড়া জেলা যুবলীগ সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন পোদ্দারের রাজনৈতিক প্রভাবে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিলেন।
ইকবাল বাহার বলেন, হৃদয় ব্যাপারীর নেতৃত্বে এলাকায় আধিপত্য বিস্তারসহ চাঁদাবাজি, জমি দখল, বালু সিন্ডিকেট, মাদক ব্যবসা, সুদের কারবারসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা হচ্ছিল।
যুবলীগ সভাপতির এই ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে ইতোপূর্বে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র মামলাসহ ১০টির অধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।