টঙ্গীর উড়াল সেতু থেকে উল্টে গেল বাস, তীব্র যানজট
গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর ডিভাইডারের উপর একটি যাত্রীবাহী বাস উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে রোড ডিভাইডার থেকে সরিয়ে নেওয়ার সময় বাসটি উল্টে যায়। এতে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে তীব্র যানজটের খবর পাওয়া গেছে।
আজ বুধবার ভোর ৪টার দিকে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর পূর্ব অংশে রোড ডিভাইডারের উপর উঠে গেলে এ ঘটনা ঘটে। তবে এ সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার ভোরে রাজশাহী থেকে ছেড়ে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর পূর্ব অংশে রোড ডিভাইডারের উপর উঠে যায়। পরে সকাল সাতটার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্ধারকারী রেকার ঘটনাস্থলে এসে রোড ডিভাইডার থেকে সরিয়ে নেওয়ার সময় বাসটি উল্টে যায়।
এর ফলে টঙ্গী-কালিগঞ্জ আঞ্চলিক সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।এতে এই রাস্তায় চলাচলকারী সাধারণ যাত্রী ও অফিসগামী যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার আসাদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া থেকে উদ্ধারকারী ক্রেন নিয়ে এসে বাসটিকে আঞ্চলিক সড়ক থেকে সরানোর কাজ চলছে। এতে সড়কে যানবাহন চলাচলে ধীরগতি রয়েছে।
তবে অল্প কিছুক্ষণের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।