১০ দিনে কোটির ঘর ছাড়াল ‘উৎসব’

বিনোদন প্রতিবেদক
১৮ জুন ২০২৫, ১২:২৪
শেয়ার :
১০ দিনে কোটির ঘর ছাড়াল ‘উৎসব’

ঈদুল আজহায় মুক্তির পর থেকেই দর্শকদের মন জয় করে চলেছে তানিম নূর পরিচালিত সিনেমা ‘উৎসব’। ভিন্নধর্মী নির্মাণ, শক্তিশালী অভিনয় আর মননশীল গল্পের কারণে ঈদের দ্বিতীয় সপ্তাহ থেকেই বাড়তে থাকে এর হল ও শো সংখ্যা। শুধু তাই নয়, আয়ের ক্ষেত্রেও বড় চমক দেখাচ্ছে সিনেমাটি।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ১০ম দিনে ‘উৎসব’ আয় করেছে ১৪ লাখ ৭ হাজার টাকা এবং মাল্টিপ্লেক্সের ১৭ শো থেকে ১০ দিনে সিনেমাটি আয় করেছে ১ কোটি ১৪ লাখেরও বেশি। এর আগে, ৯ দিনে সিনেমাটি কোটির ক্লাবে প্রবেশ করে।

সিনেমার পরিচালক তানিম নূর বলেন, ‘আমি প্রচারবিমুখ মানুষ, সেভাবে কোনো প্রচার করতে পারিনি কিন্তু দর্শকই আমার ছবির প্রচার করে দিচ্ছে। যেটা খুবই আনন্দের দিক।’

তিনি আরও বলেন, 'দর্শকের প্রশংসার পাশাপাশি হল রিপোর্টও খুব ভালো পাচ্ছি। যেভাবে সবাই ছবিটিকে আপন করে নিয়েছে এটা সত্যি আশীর্বাদ।’

এদিকে দেশের দর্শকদের মন জয় করে এবার দেশের বাইরেও মুক্তি পাচ্ছে ‘উৎসব’। আগামী ২০ জুন কানাডা, আমেরিকা ও যুক্তরাজ্যের ৩৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়াও ২১ জুন অস্ট্রেলিয়াতে মুক্তি পাবে এটি।

ডোপ প্রোডাকশন ও লাফিং এলিফেন্ট’র প্রযোজনায় সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ।