ইরান-ইসরায়েল সংঘাতে কার কী ক্ষয়ক্ষতি হলো
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের যুদ্ধ চতুর্থ দিনে গড়িয়েছে। দুই দেশের অনড় অবস্থানের কারণে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। গত ১৩ জুন প্রথমবারের মতো ইরানের শতাধিক লক্ষ্যবস্তুতে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। এরপর থেকেই দুই দেশ নিজেদের শক্তির প্রদর্শন করে লক্ষ্য অর্জনে মরিয়া হয়ে ওঠে।
ইরানের ক্ষয়ক্ষতি
ইসরায়েলের হামলায় ইরানে তুলনামূলক ক্ষয়ক্ষতির পরিমাণ বেশিই হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে। চলমান এই সংঘাতে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে ৭০ জন নারী ও শিশু রয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এখন পর্যন্ত ইরানের পাঁচজন জেনারেল নিহত হয়েছেন। তাদের মধ্যে আছেন দেশটির অভিজাত বাহিনী আইআরজিসি প্রধান হোসেইন সালেমি, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার ইনচার্জ ঘোমালি রশিদ, আইআরজিসির বিমান বাহিনীর কমান্ডার আলী হাজিদাদেহ, আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান মো. কাজেমী।
এ ছাড়া ইসরায়েলের হামলায় দেশটির ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইরানের পরমাণু জ্বালানি সংস্থার (এইওআই) সাবেক প্রধান ফিরেদুন আব্বাসি ও তেহরানের ইসলামি আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মেহদি তেরাঞ্চি এই হামলায় প্রাণ হারিয়েছেন। পাশাপাশি একজন ইরানি তরুণ কবি ও তার পুরো পরিবার।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ইসরায়েলের ক্ষয়ক্ষতি
ইসরায়েলে ইরানের হামলায় ২৪ জন মানুষ নিহত হয়েছে। আল-জাজিরার প্রতিবেদন অনুয়ায়ী, গতকাল পর্যন্ত, গত কয়েক দিনে ইরান প্রায় ৩৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইরানের প্রতিটি হামলায় ৩০ থেকে ৬০টি ক্ষেপণাস্ত্র ছিল। তবে ইরানের দাবি, এখন পর্যন্ত প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ইসরায়েলের শহরগুলোতে জরুরি মুহূর্তের জন্য বাঙ্কার ব্যবস্থা থাকায় তুলনামূলক ক্ষয়ক্ষতি কম হয়েছে। এছাড়া আয়রন ডোমের মতো তিন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে সুরক্ষা দিতে সহায়তা করছে। কারণ ক্ষেপণাস্ত্রগুলোর অনেকাংশ আয়রন ডোমের বাধার মুখে পড়ে ইসরায়েলে প্রবেশের আগেই ধ্বংস হয়ে যায়।