বটগাছে ঝুলছিল ট্রাকচালকের মরদেহ
ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পুকুরপাড়ে একটি বটগাছ থেকে মধু হোসেন (২৮) নামে এক ট্রাকচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
মৃত মধু হোসেন সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হীরাডাঙ্গা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি ট্রাকচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাস টার্মিনালের উত্তর-পশ্চিম পাশে পুকুরপাড়ের একটি বটগাছে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি সদর থানায় জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৃতের ছোট ভাই পরশ হোসেন বলেন, ‘কিছুদিন ধরে পারিবারিক বিরোধের কারণে মধু বাবার সঙ্গে মনোমালিন্যে জড়িয়ে পড়েছিলেন এবং ২-৩ মাস ধরে বাড়িতে আসা-যাওয়া বন্ধ রেখেছিলেন। গতকাল সোমবার বিকেলে পরিবারের সদস্যদের ফোন করে মধু বলেন, ‘‘আমার ভুল হয়ে গেছে, তোরা সবাই আমাকে ক্ষমা করে দিস”।’
পরিবার জানায়, গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মামাতো ভাই রমজান হোসেনের সঙ্গে ছিলেন মধু। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। মঙ্গলবার সকালে পাওয়া গেল মধুর ঝুলন্ত মরদেহ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। থানায় জিডি করা হয়েছে।’